স্টাফ রিপোর্টার: খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান ফু-ওয়াং ফুডস লিমিটেড ফু-ওয়াং মুড়ি নামের নতুন খাদ্য পণ্য উৎপাদনে যাচ্ছে। সোমবার (৯ জানুয়ারি/২০২৩) অনুষ্ঠিত ফু-ওয়াং ফুডসের পর্ষদ সভায় মুড়ি উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্যে নতুন প্রোডাকশন লাইন স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে মঙ্গলবার (১০ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বাজারে পাওয়া যাবে ফু-ওয়াং ব্র্যান্ডের নতুন এ পণ্যটি (ফু-ওয়াং মুড়ি)। এ লক্ষ্যে গাজীপুরের বোকরানে অবস্থিত কোম্পানির কারখানা প্রাঙ্গনে নতুন একটি প্রোডাকশন লাইন স্থাপন করবে ফু-ওয়াং। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩০ লাখ টাকা।
শেয়ারমার্কেটে ২০০০ সালে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডসের নতুন এ প্রোডাকশন লাইনের দৈনিক উৎপাদন ক্ষমতা হবে ১০ মেট্রিক টন।
ডিএসইর মাধ্যমে ফু-ওয়াং আরো জানায়, চলতি হিসাববছরের প্রথম ৬ মাসের (১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর/২০২২) পারফরম্যান্স মূল্যায়নে নিরীক্ষক হিসেবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস মেসার্স শিরাজ খান বসাক অ্যান্ড কোং নিয়োগ দেবে ফু-ওয়াং ফুডস।