সকল মেনু

আইসিবি থেকে ৩০ কোটি টাকা সহায়তা পেল লংকাবাংলা সিকিউরিটিজ

স্টাফ রিপোর্টার: ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পুঁজিবাজারে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োকারীদের সহায়তা তহবিল থেকে লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডকে ৩০ কোটি টাকা দিয়েছে।

১৭ জানুয়ারি আইসিবির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই টাকার চেক হস্তান্তর করা হয়।

আইসিবি সূত্রে জানা গেছে, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন ৩০ কোটি টাকার একটি চেক  লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেডেরপ্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক খন্দকার সাফফাত রেজার কাছে হস্তান্তর করেন। এ সময় আইসিবির বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের উপ-মহাব্যবস্থাপক মো. কোরবান আলীসহ উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top