Homeকোয়ার্টার রিভিউশমরিতা হসপিটালের সম্পদ পুর্নমূল্যায়নে আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘন

শমরিতা হসপিটালের সম্পদ পুর্নমূল্যায়নে আন্তর্জাতিক হিসাব মান লঙ্ঘন

স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে সেবা ও আবাসন খাতে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটালে স্থায়ী সম্পদ পুর্নমূল্যায়নে আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) লঙ্ঘন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক। কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানানো হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, নিরীক্ষক জানিয়েছেন, শমরিতা হসপিটালের সম্পদ ২০১৩ সালে পুনঃমূল্যায়ন করেছে। এরপর কোম্পানিটি আর সম্পদ পুনঃমূল্যায়ন করেনি। কিন্তু আইএএস-১৬ এর প্যারা ৩৪ অনুযায়ী, ওই সম্পদ ২০১৩ সালের পরে ৩ থেকে ৫ বছর অন্তর পুনঃমূল্যায়ন করার দরকার ছিল।

পুঁজিবাজারে ১৯৯৭ সালে তালিকাভুক্ত হয় শমরিতা হসপিটাল। কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯ কোটি ৮২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৪.৩৬ শতাংশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত