সকল মেনু

১১ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের

স্টাফ রিপোর্টার: আর্থিক খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। ফান্ডটির ট্রাস্টি কমিটি ৩১ ডিসেম্বর-২০২২ হিসেব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশের অনুমোদন করে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে সোমবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।

শেয়ারহোল্ডারদের মাঝে ঘোষিত লভ্যাংশ বিতরেণে প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্রুয়ারি।

প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য সময়ে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি মুনাফা বা ইউপিএস হয়েছে ০.০৮ টাকা। গত হিসাব বছরের একই সময়ে ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা ছিল ৪.৩৫ টাকা।

আবার, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছর শেষে মার্কেট প্রাইসের ভিত্তিতে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদ মূল্য বা এনএভিপিইউ দাঁড়িয়েছে ১৪.২৬ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top