স্টাফ রিপোর্টার: অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে পুঁজিবাজারে পাট খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের পর্ষদ সভা। গত ৩১ জানুয়ারি, বিকাল সাড়ে ৪টায় ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসেইটের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে কোম্পানিটি।
তথ্য অনুযায়ী, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একইসঙ্গে, আর্থিক প্রতিবেদনটি পর্ষদ সদস্যরা অনুমোদন করলে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে কোম্পানিটি।