সকল মেনু

সাড়ে ২৭ লাখ শেয়ার ছাড়লেন এডিএন টেলিকমের ৩ উদ্যোক্তা

স্টাফ রিপোর্টার: এডিএন টেলিকম লিমিটেডের উদ্যোক্তা মো. আবু ইউসুফ জাকারিয়া, মোহাম্মাদ আলী সরকার ও মামনুর রশীদ পূর্ব ঘোষণা অনুসারে কোম্পানিটির মোট ২৭ লাখ ৫৭ হাজার ৫০০ শেয়ার পৃথকভাবে বিক্রি সম্পন্ন করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছেন তিন উদ্যোক্তা।

তথ্য অনুসারে, উদ্যোক্তা মো. আবু ইউসুফ জাকারিয়া তার কাছে থাকা কোম্পানিটির সমুদয় শেয়ার অর্থাৎ ১৭ লাখ ৫ হাজার শেয়ারই বিক্রি করে দিয়েছেন। উদ্যোক্তা মোহাম্মদ আলী সরকার কোম্পানিটির ৮ লাখ ৫২ হাজার ৫০০ শেয়ার বিক্রি করেছেন। তার কাছে বর্তমানে কোম্পানিটির ৮ লাখ ৫২ হাজার ৫০০টি শেয়ার রয়েছে।

আরেক উদ্যোক্তা মামনুর রশীদ কোম্পানিটির দুই লাখ শেয়ার বিক্রি করেছেন। তার কাছে বর্তমানে কোম্পানিটি ১৫ লাখ ৫ হাজার শেয়ার রয়েছে। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে বিদ্যমান বাজারদরে পৃথকভাবে এ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন উদ্যোক্তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top