সকল মেনু

পুঁজিবাজারে লেনদেনের সময় সাড়ে ৩ ঘণ্টা

স্টাফ রিপোর্টার: নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুসারে আসন্ন পবিত্র রজমানে পুঁজিবাজারে লেনদেনের সময় ১ ঘণ্টা কমিয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজারে লেনদেন হবে সাড়ে ৩ ঘণ্টা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) পৃথকভাবে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

তথ্য অনুসারে, রজমানে পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে তা চলবে বেলা দেড়টা পর্যন্ত। এর মধ্যে শেষে ১০ মিনিট অর্থাৎ ১টা ২০ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং সেশন থাকবে। এ এক মাস ডিএসই ও সিএসইর দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত।

রমজান শেষে ঈদুল ফিতরের পর উভয় স্টক এক্সচেঞ্জের দাপ্তরিক কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। এ সময়ে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

এর মধ্যে পোস্ট ক্লোজিং সেশন থাকবে বেলা ২টা ২০ থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত। বর্তমানেও পোস্ট ক্লোজিংয়ের ১০ মিনিটসহ পুঁজিবাজারে লেনদেন হচ্ছে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top