Homeকোম্পানি সংবাদনতুন করে ২ পরিচালক নিয়োগ প্যারামাউন্ট টেক্সটাইলে

নতুন করে ২ পরিচালক নিয়োগ প্যারামাউন্ট টেক্সটাইলে

স্টাফ রিপোর্টার: বস্ত্র খাতে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদে নতুন দুই পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। তারা হলেন- অপর্না ঘোষ এবং শামসুন নাহার নাদিয়া।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার (৪ এপ্রিল) এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্যানুসারে, প্যারামাউন্ট টেক্সটাইলের নতুন পরিচালক হিসাবে মিস অপর্ণা ঘোষ এবং মিসেস সামসুন নাহার নাদিয়াকে নিয়োগ দিয়েছে প্র্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

পুঁজিবাজার ২০১৩ সালে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬২ কোটি ৮৩ লাখ ৪০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভে রয়েছে ২৬৯ কোটি ৫৪ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ২৮ লাখ ৩৩ হাজার ৫৩২টি। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের রয়েছে ৯ দশমিক ৪৬ শতাংশ শেয়ার। বিদেশি বিনিয়োগকারীদের রয়েছে ৪ দশমিক ৩৮ শতাংশ। বাকি ২৫ দশমিক ২১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত