সকল মেনু

বুধবার থেকে ‘বি’ ক্যাটাগরিতে ও‌আইমেক্স ইলেক্ট্রোড

স্টাফ রিপোর্টার: প্র্রকৌশল খাতের প্রতিষ্ঠান ও‌আইমেক্স ইলেক্ট্রোড লিমিটেটেডের পর্ষদ ৩০ জুন-২০২২ হিসেব বছর শেয়ার হোল্ডারদের জন্য  ১ শতাংশ নগদ লভ্যাংশের অনুমোদন দেয়। এতে A থেকে B ক্যাটাগরিতে স্খলন হয় প্রতিষ্ঠানটির।

এবিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার (৪ এপ্র্রিল/২০২৩) তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত তথ্যে জানা যায়, ও‌আইমেক্স ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ায় বুধবার (৫ এপ্রিল) থেকে B ক্যাটাগরিতে লেনদেন।

বিএসইসির নির্দেশনা অনুযায়ী, ক্যাটাগরি পরিবর্তনের ৩০ দিনের মধ্যে কোনো ঋণ সুবিধা  পাবে না কোম্পানিটি।

পুঁজিবাজারে ২০১৭ সালে তালিকাভুক্ত এ কোম্পানি এর আগে ৩০ জুন/২০২১ সমাপ্ত হিসেব বছর শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেয়নি। তবে, ২০২০ হিসেব বছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদান করে প্রতিষ্ঠানটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top