সকল মেনু

সাত লাখ শেয়ার বিক্রি করবে ২ উদ্যোক্তা-পরিচালক

স্টাফ রিপোর্টার: সাত লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন ড. মুহাম্মদ আব্দুল মঈন ও মোহাম্মদ আব্দুল মান্নান। বস্ত্র খাতের প্রতিষ্ঠান এইচ. আর. টেক্সটাইল লিমিটেডের অন্যতম উদ্যোক্তা-পরিচালক তারা।

কোম্পানিটিরি এ ২ উদ্যোক্তা-পরিচালকের শেয়ার বিক্রির বিষয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সেসচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে দেয়া তথ্যানুসারে, প্রতিষ্ঠানটির মোট শেয়ার হতে আব্দুল মঈনের মালিকানায় রয়েছে ৪৩ লাখ ৪৫ হাজার ৪০২টি। পাশাপাশি, আব্দুল মান্নানের মালিকানাতেও একই পরিমাণ অর্থাৎ, ৪৩ লাখ ৪৫ হাজার ৪০২টি শেয়ার রয়েছে।

 তাদের কাছে সংরক্ষিতি এসব শেয়ার থেকে সাড়ে ৩ লাখ করে মোট সাত লাখ শেয়ার বিক্রি করবেন তারা। বিদ্যমান বাজারমূল্যে ডিএসইর পাবলিক এবং ব্লক মার্কেটের মাধ্যমে ৩০ এপ্রিলের মধ্যে এসব শেয়ার বিক্রি করা হবে।

শেয়ারমার্কেটে ১৯৯৭ সালে তালিকাভুক্ত এইচ. আর. টেক্সটাইলের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আর, পরিশোধিত মূলধন ২৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। প্রতিষ্ঠানটির রিজার্ভে রয়েছে ৯১ কোটি ২৬ লাখ টাকা।

এইচ. আর. টেক্সটাইলের মোট শেয়ারসংখ্যা ২ কোটি ৯২ লাখ ২১ হাজার ৫০০টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৫০ দশমিক ৬৩ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ৯ দশমিক ৭৬ শতাংশ। বাকি ৩৯ দশমিক ৬১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top