স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড লভ্যাংশ ঘোষণায় বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি সর্বশেষ ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ বিষয়ে সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
মার্কেন্টাইল ব্যাংক সম্প্রতি এ-সংক্রান্ত একটি সম্মতিপত্র পেয়েছে বলে মঙ্গলবার (২৫ এপ্রিল) এক মূল্য সংবেদনশীল তথ্যে জানিয়েছে।
তথ্যানুসারে, ৩০ এপ্রিল বেলা ৩টায় অনুষ্ঠেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা থেকে আলোচ্য হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
মার্কেন্টাইল ব্যাংকের সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত শেয়ারপ্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ২৫ পয়সা। যা আগের বছরের একই সময়ে ৩ টাকা ২২ পয়সা ছিল।
আবার, সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ২৯ পয়সা।
প্রতিষ্ঠানটির ২০২২ হিসাববছরের ৩০ সেপ্টেম্বর শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য বা এনএভিপিএস ২৪ টাকা ৮৮ পয়সায় দাঁড়িয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক ৩১ ডিসেম্বর-২০২১, সমাপ্ত হিসাববছর শেয়ারহোল্ডারদের জন্য নগদ সাড়ে ১২ ও স্টক ৫ মিলে মোট সাড়ে ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে। ওই সময় ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৪৬ পয়সা আগের বছর যা ২ টাকা ১৬ পয়সা ছিল। আর, ৩১ ডিসেম্বর-২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস ২৩ টাকা ৯১ পয়সায় দাঁড়ায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।