স্টাফ রিপোর্টার: ব্যাংকিং খাতে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেয়েছে। এর ফলে প্রতিষ্ঠান দু’টি সর্বশেষ ৩১ ডিসেম্বর-২০২২, সমাপ্ত হিসাববছরের জন্য স্বাধীনভাবে লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিতে সক্ষম হবে।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে রোববার (৩০ এপ্রিল) পৃথকভাবে দু’টি প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি গৃহীত ১ নং ডিওএস সার্কুলার অনুযায়ী ব্যাংক দু’টিকে লভ্যাংশ ঘোষণার অনুমতি দেয়া বা অনাপত্তি জানানো হয়েছে। যেকারণে, এ দুই প্রতিষ্ঠানের পক্ষে শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ ৩১ ডিসেম্বর-২০২২,সমাপ্ত হিসাববছরের লভ্যাংশ ঘোষণা করতে কেন্দীয় ব্যাংকের কোনো প্রতিবন্ধকতা থাকবেনা।
ব্যাংক দু’টির পরিচালনা পর্ষদের সভায় আলোচ্য হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য ভালো লভ্যাংশের ঘোষণা আসতে পারে বলে ওই দুই প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এনসিসি ব্যাংক ৩১ ডিসেম্বর-২০২১, সমাপ্ত হিসাববছরের জন্য শেয়ারহোল্ডারদের নগদ ১২ ও স্টক ৪ মিলে ১৬ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আবার, একই সময়ে প্রিমিয়ার ব্যাংক নগদ সাড়ে ১২ ও স্টক ১০ মিলে শেয়ারহোল্ডারদের সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।