সকল মেনু

৯৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ অনুমোদন গ্রামীণ ফোনের

স্টাফ রিপোর্টার: টেলিযোগাযোগ খাতের কোম্পানি গ্রামীণ ফোন লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২ মে/২০২৩) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সভায় ২০২১-২০২২ হিসেব বছরের জন্য ৯৫ শতাংশ (চূড়ান্ত) নগদ লভ্যাংশের অনুমোদন করা হয়।

কোম্পানীসচিব এসএম ইমদাদুল হকের পরিচালনায় এ এজিএমে অংশ নেন গ্রামীণ ফোনের  বোর্ড চেয়ারম্যান ইয়র্গেন সি. অ্যারেন্টজ রোস্ট্রাপ ও প্রধান নির্বাহী ইয়াসির আজমান। একইসঙ্গে এজিএমে অংশ নেন বোর্ড সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বার্ষিক সাধারণ সভায় পর্ষদ কর্তৃক উত্থাপিত লভ্যাংশ ঘোষণার এজেন্ডার পাশাপাশি বিগত অর্থ বছরে কোম্পানির আয়-ব্যয়ের হিসাব তুলে ধরা হয়। একইসঙ্গে, সভায় নিরীক্ষক ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা নিয়ে আলোচনা করা হয়। সভায় শেয়ারহোল্ডার ও পরিচালনা পর্ষদের সম্মতিক্রমে ঘোষিত ৯৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশসহ আলোচিত সব এজেন্ডা অনুমোদিত হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০০৯ সালে তালিকাভুক্ত গ্রামীণফোন লিমিটেড নরওয়ের টেলিনর গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। বাংলাদেশে প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৭ কোটি ৯১ লাখ গ্রাহক রয়েছে।

প্রতিষ্ঠানটি বাংলাদেশে ১৯৯৭ সালে যাত্রা শুরু করে। বর্তমানে দেশব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তুলেছে গ্রামীণ ফোন।

গ্রামীণ ফোনের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি টাকা। আর, পরিশোধিত মূলধনের পরিমাণ ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ২হাজার ৮৪৩ কোটি ৫৩ লাখ টাকা।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ। এরমধ্যে উদ্যোক্তা/পরিচালকদের হাতে রয়েছে ৯০ শতাংশ শেয়ার। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর রয়েছে ৫ দশমিক ৫৮ শতাংশ শেয়ার। বিদেশিদের রয়েছে ১ দশমিক ৯৯ শতাংশ। বাকি ২ দশমিক ৪৩ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীর হাতে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top