সকল মেনু

নর্দান জুট ডিএসইর চিঠির জবাব দেয়নি

স্টাফ রিপোর্টার: নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে নোটিশ পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে কোম্পানি থেকে এ বিষয়ে কোনো জবাব দেওয়া হয়নি।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটিকে গত ২৯ মে ইমেল এবং কুরিয়ারের মাধ্যমে শেয়ারদর বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত কোম্পানিটি এই প্রশ্নের কোনও প্রতিক্রিয়া দেয়নি।

তাছাড়া, ৬, পান্থপথ, কারওয়ান বাজার, ডিএইচ টাওয়ারে কোম্পানির ঠিকানায় যে চিঠি পাঠানো হয় তার জবাব দেয়নি কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top