সকল মেনু

দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক

স্টাফ রিপোর্টার: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার ধরন নিয়ে সন্দেহ প্রকাশ করে এর কারণ জানতে চেয়ে নোটিশ দিয়েছে। জবাবে কোম্পানিগুলোর মধ্যে একটি জানিয়েছে সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার পেছনে তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য নেই।

অন্যদিকে আরেক কোম্পানি এখনও কোনো জবাবই দেয়নি। যার ফলে ওই কোম্পানি নিয়ে আরো বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, কোম্পানিগুলো হলো- খান ব্রাদার্স ও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং।

খান ব্রাদার্স: কোম্পানিটির শেয়ার দর সম্প্রতি অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই রোববার ২৫ জুন নোটিস পাঠায়। এর জবাবে প্রতিষ্ঠানটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। ডিএসইতে গত ১৫ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫ টাকা। যা ২৫ জুন বেড়ে শেয়ার দর ২১ টাকা ১০ পয়সা হয়।

খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং: কোম্পানিটির শেয়ার দর গত ৭ জুন ছিল ৯ টাকা ৪০ পয়সা। যা ২২ জুন বেড়ে দাঁড়ায় ১৩ টাকা ৭০ পয়সায়। অস্বাভাবিক দর বাড়া ও লেনদেন হওয়ার জন্য কোম্পানিটির কাছে কারণ জানতে চাওয়ার নোটিশ পাঠালেও এখনো জবাব পায়নি ডিএসই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top