প্রকাশ : জুলাই ২, ২০২৩ , ৫:৪২ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: ঈদুল আযহার ছুটির পর পুঁজিবাজারে রোববার লেনদেনের শুরুতেই বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে তিন কোম্পানির শেয়ার। বিক্রেতা উধাও হওয়া কোম্পানি তিনটি হলো- ঢাকা ঢায়িং, কেডিএস ও ফু-ওয়াং সিরামিক।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা ১১টায় ঢাকা ঢায়িংয়ের শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়ে ১৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
ফু-ওয়াং সিরামিক ১ টাকা ৭০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে ১৯ টাকা ১০ পয়সায় দাঁড়ায়। একদিনে সর্বোচ্চ যতটাকা বাড়া যায় ঠিক ততটাকাই বেড়েছে এই দুই শেয়ারের দর। এদিন চাহিদার শীর্ষে থাকায় এই দুই শেয়ারের কোনো বিক্রেতা ছিল না।
অন্যদিকে কেডিএস শেয়ার দর ৭৭ টাকায় লেনদেন শুরু হলেও ক্রেতা সংকটে হল্টেড হয়েছে।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ২, ২০২৩ , ৫:৪২ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।