Homeকোম্পানি সংবাদভবন নির্মাণ নয়, উৎপাদন বাড়াবে নাভানা ফার্মা

ভবন নির্মাণ নয়, উৎপাদন বাড়াবে নাভানা ফার্মা

স্টাফ রিপোর্টার: নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহীত অর্থ ব্যবহারের পরিকল্পনায় পরিবর্তন আনছে। আইপিওর প্রসপেক্টাসে ঘোষিত ভবন নির্মাণের পরিবর্তে বরাদ্দ অর্থ কিছু ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদনক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

রোববার (২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ২৬তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছিল। এর মধ্যে ২৩ কোটি ২৪ লাখ টাকা নতুন জেনারেল প্রোডাকশন বিল্ডিং নির্মাণে ব্যয় করার কথা। কিন্তু কোম্পানির পরিচালনা পর্ষদ ওই ভবন নির্মাণ না করে কিছু ইউনিটের আধুনিকায়ন ও উৎপাদনক্ষমতা বাড়ানোর কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে।

পর্ষদের সিদ্ধান্ত অনুসারে, ১৩ কোটি ১১ লাখ টাকা ব্যয় করা হবে এসভিপিও ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে; জেনারেল লিকুইড ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে ৪ কোটি ৬৮ লাখ টাকা, এনিমেল হেলথ ফ্যাসিলিটিজের আধুনিকায়ন ও সম্প্রসারণে ব্যয় করা হবে ৫ কোটি ৪৪ লাখ টাকা।

এর বাইরে কোম্পানির নিজস্ব তহবিল থেকে ২ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় করা হবে পিডি ও কোয়ালিটি কন্ট্রোল ব্যবস্থার আধুনিকায়নে।

আইপিওর অর্থ ব্যবহারের পরিকল্পনা পরিবর্তন সংক্রান্ত এ সিদ্ধান্ত বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের সম্মতি জানতে আগামী ৩১ জুলাই অনুষ্ঠেয় কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) বিষয়টি উপস্থাপন করা হবে।

শেয়ারহোল্ডারদের সম্মতি পেলেও আলোচিত সিদ্ধান্ত কার্যকরে বিএসইসির অনুমতি প্রয়োজন হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সাত দিনের সর্বাধিক পঠিত