প্রকাশ : জুলাই ৫, ২০২৩ , ১২:০৮ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: পুঁজিবাজারে তালিকাভুক্ত পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ৩ শতাংশ বোনাস শেয়ারের লভ্যাংশ অনুমোদন পায়নি। প্রতিষ্ঠানটি ৩০ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য নগদ ৭ শতাংশ লভ্যাংশের সঙ্গে ৩ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয়।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য আবেদন করেছে, কিন্তু এখনো কোনো অনুমোদন পায়নি।
চলতি বছরের ৩০ মে কোম্পানির পক্ষ থেকে ডিএসইকে জানানো হয়, ৩০ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের ৭ শতাংশ নগদ ও ৩ শতাংশ বোনাস শেয়ার দেওয়া সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।
শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির ৩৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুলাই।
শেয়ার করুন-
প্রকাশ : জুলাই ৫, ২০২৩ , ১২:০৮ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।