সকল মেনু

স্কয়ার ফার্মার সাথে অ্যারিস্টোফার্মার চুক্তি

স্টাফ রিপোর্টার: স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে নিজেদের বিদ্যমান কয়েকটি পণ্যের বর্ধিত চাহিদা মেটানো এবং নতুন পণ্য বাজারে আনার লক্ষ্যে অ্যারিস্টোফার্মার সঙ্গে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং চুক্তি করেছে। এ চুক্তির আওতায় অ্যারিস্টোফার্মা তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পনিটির জন্য সেফালোস্পোরিন গ্রুপের পাঁচটি অ্যান্টিবায়োটিক ওষুধ উৎপাদন করবে।

বুধবার (১২ জুলাই) অনুষ্ঠিত স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদের সভায় এ চুক্তির অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে সভা থেকে পর্ষদের এক স্বতন্ত্র পরিচালককে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানিটির পর্ষদ থেকে স্বতন্ত্র পরিচালক এস এম রেজাউর রহমানকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনিবার্য কারণে এ পরিচালক কোম্পানিটিতে তার দায়িত্ব পালনে অপারগতা জানালে এমন সিদ্ধান্ত নিয়েছে স্কয়ার ফার্মা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top