আপডেট : জুলাই ২২, ২০২৩ , ৬:৩৭ অপরাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে জাপানিজ প্রতিষ্ঠান বে-বর্ন কোম্পানির বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা অনুযায়ী এমারেল্ড অয়েল থেকে বছরে তিন হাজার টন অপরিশোধিত তেল কিনবে।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এমরাল্ডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কোম্পানির প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আশরাফুল আলম এবং বে-বর্নের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা সিংগো মিয়াওচি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমরাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্যদের সদস্য ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেনসহ অনেকে।
এ বিষয়ে ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল হোসেন জানিয়েছেন, জাপানি কোম্পানির সঙ্গে রপ্তানি চুক্তির ফলে এমারাল্ডের গ্রস প্রফিট ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বর্তমানে এমারাল্ড অয়েলের বার্ষিক উৎপাদন ক্ষমতা ৮ থেকে ১০ হাজার টন। জাপানে ৩ হাজার টন তেল রপ্তানির মাধ্যমে কোম্পানিটির বার্ষিক আয় ৬০০ মিলিয়ন টাকা বাড়বে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।
শেয়ার করুন-
আপডেট : জুলাই ২২, ২০২৩ , ৬:৩৭ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।