সকল মেনু

আইপিও তহবিলের ২৩ শতাংশ ব্যয় করেনি জেএমআই হসপিটাল

স্টাফ রিপোর্টার: বিল্ডিং পদ্ধতিতে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড আইপিওর মাধ্যমে গত বছরের মার্চে পুঁজিবাজার থেকে ৭৫ কোটি টাকা সংগ্রহ করেছে। কোম্পানিটি এরই মধ্যে এ তহবিলের ৭৭ শতাংশের বেশি ব্যয় সম্পন্ন করেছে। এখনও তহবিলের ২৩ শতাংশ ব্যয় বাকি রয়েছে।

চলতি বছরের ১২ জানুয়ারি ১৪তম এজিএমে শেয়ারহোল্ডারদের অনুমোদনক্রমে কোম্পানিটির আইপিও তহবিলের অর্থ ব্যয় পরিকল্পনায় সংশোধন আনা হয়েছে। আর ওই সংশোধন-পরবর্তী ছয় মাস অর্থাৎ জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটি এ তহবিলের ২৮ দশমিক ৩৮ শতাংশ ব্যয় সম্পন্ন হয়েছে।

জানা যায়, গত বছরের ডিসেম্বর শেষে কোম্পানিটির আইপিও তহবিলের ৪৮ দশমিক ৯৫ শতাংশ ব্যয় সম্পন্ন হয়। এরপর কোম্পানিটি চলতি বছরের জানুয়ারিতে কভিড-১৯-এর নেতিবাচক প্রভাব, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব ও নতুন উৎপাদন লাইনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতির কথা বিবেচনায় নিয়ে এ তহবিলের ব্যয় পরিকল্পনায় সংশোধন আনার সিদ্ধান্ত নেয়।

এজন্য ওই মাসেই এজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়া হয়েছে। পরে জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে কোম্পানিটি এ তহবিলের ৫২ দশমিক ৫৩ শতাংশ ব্যয় সম্পন্ন করতে পেরেছিল। সে হিসাবে সর্বশেষ এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটি এ তহবিলের ২৪ দশমিক ৮০ শতাংশ ব্যয় করেছে। জুন শেষে কোম্পানিটির আইপিও তহবিলের ৭৭ দশমিক ৩৩ শতাংশ ব্যবহার সম্পন্ন হয়েছে।

এ সময় শেষে তহবিলের ২২ দশমিক ৬৭ শতাংশ ব্যয় বাকি ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top