সকল মেনু

সমাপ্ত সপ্তাহে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স

স্টাফ রিপোর্টার: সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৫.৪১ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানিটি সর্বমোট ২ কোটি ৪৪ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৮ লাখ টাকা।

নর্দার্ণ জুট লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।  জুট স্পিনার্স ৪.০১ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সী পার্ল বীচ, জিলবাংলা, জিকিউ বলপেন, খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top