সকল মেনু

ট্রাস্ট ব্যাংকের শেয়ার কেনার ঘোষণা

স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারে তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেডের শেয়ার কেনার ঘোষণা দিয়েছে। ব্যাংকটি ট্রাস্ট আজিয়াটার ২ কোটি ২০ লাখ ৫০ হাজার শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্য কিনবে।

রবিবার, ১০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে ২ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৯৯০টি শেয়ার ট্রাস্ট ব্যাংকের নামে কেনা হবে। আর ১০টি শেয়ার ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও হোমায়রা আজমের নামে কেনা হবে।

শেয়ার কেনার পরে ট্রাস্ট আজিয়াটা ডিজিটালের শতভাগ নিয়ন্ত্রণ থাকবে ট্রাস্ট ব্যাংকের কাছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top