স্টাফ রিপোর্টার: সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১১০ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ স্টক।
ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ইপিএস হয়েছে ৩ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১৮ টাকা ১৪ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩১ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।
শেয়ার করুন-
প্রকাশ : নভেম্বর ৭, ২০২৩ , ৫:৫৬ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।