সকল মেনু

বার কোম্পানির এজিএম মঙ্গলবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ১২ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর, ২০২৩ তারিখ। সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলো হচ্ছে-

জিএসপি ফাইন্যান্স: কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ১১টা এবং ১২টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিস: কোম্পানিটির এজিএম সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল ফীড: কোম্পানিটির এজিএম সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ওরিয়ন ইনফিউশন: কোম্পানিটির এজিএম বিকাল ৪টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

ওরিয়ন ফার্মা: কোম্পানিটির এজিএম বিকাল ৩টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

সি পার্ল বীচ রিসোর্ট: কোম্পানিটির এজিএম সকাল ১১ টায় ডিজিটাল প্ল্যাটফরর্মে অনুষ্ঠিত হবে।

ইউসুফ ফ্লাওয়ার মিলস: কোম্পানিটির এজিএম দুপুর ২ টা ৩০ মিনিটে ডিজিটাল প্ল্যাটফরর্মে অনুষ্ঠিত হবে।

জাহিন স্পিনিং: কোম্পানিটির এজিএম সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফরর্মে অনুষ্ঠিত হবে।

এপেক্স উইভিং এন্ড ফিনিশিং মিলস: কোম্পানিটির এজিএম সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এর জন্য ঠিকানা নির্ধারণ করা হয়েছে- আইডিইবি ভবন (নিচ তলা), ১৬০/এ কাকরাইল ভিআইপি রোড, কাকরাইল, ঢাকা-১০০০। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোন ডিভিডেন্ড ঘোষণা করেনি। আর ২৩ নভেম্বর, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো।

সিভিও পেট্রোকেমিক্যাল: কোম্পানিটির এজিএম সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি (স্পন্সর এবং পরিচালক ছাড়া) ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। আর ২৩ নভেম্বর, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করে।

ফাইন ফুডস: কোম্পানিটির এজিএম বেলা ১২ টা ১মনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। আর ১৬ নভেম্বর, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করে।

জিবিবি পাওয়ার: কোম্পানিটির এজিএম সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে। আর ৩০ নভেম্বর, ২০২৩ রেকর্ড ডেট নির্ধারণ করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top