সকল মেনু

বন্ধ হতে যাচ্ছে শাহজিবাজার পাওয়ার প্লান্ট

পুঁজিবাজারে তালিজকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠান শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের পাওয়ার প্লান্ট বন্ধ হতে যাচ্ছে। কোম্পানিটির পাওয়ার প্লান্টের  চুক্তির মেয়াদ গত ৯ ফ্রেবুয়ারি শেষ হওয়ার কারণে শিগগিরই বন্ধ হয়ে যাবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাংলাদেশ পাওয়ার ডেভোলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে শাহজিবাজার পাওয়ারের প্লান্টের বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) আগামি ৯ ফেব্রুয়ারি মধ্যরাতে শেষ হয়ে যাবে।

মেয়াদ শেষের পথে থাকায় এরইমধ্যে শাহজিবাজার পাওয়ার কর্তৃপক্ষ চুক্তি ৫ বছরের নবায়নের জন্য বিপিডিবিকে লিখিত দিয়েছে। ‘no electricity no payment’ এই ভিত্তিতে আবেদন করা হয়েছে। যা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top