পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড সরকারের অনুমোদন পেয়ে উৎপাদনে ফিরেছে। বৃহস্পতিবার, ৯ মে ৩টা ২০ মিনিটে পুনরায় কাজ শুরু করে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সরকার খুলনা পাওয়ারের দুটি পাওয়ার প্লান্টকে ২ বছর উৎপাদনের অনুমোদন দিয়েছে বলে কোম্পানিটিকে জানিয়েছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি)। দুটি পাওয়ার প্লান্টের মধ্যে রয়েছে- কেপেসি ১১৫ মেগাওয়াট ও কেপিসি ৪০ মেগাওয়াট।
কোম্পানিটি ‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ পদ্ধতিতে এই উৎপাদনের অনুমোদন পেয়েছে। কোম্পানিটির উৎপাদন শুরুর পর থেকে ২ বছর গণনা করা হবে।
শেয়ার করুন-
প্রকাশ : মে ১২, ২০২৪ , ১১:৪১ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।