প্রকাশ : মে ২৫, ২০২৪ , ৯:৪৩ অপরাহ্ণ
শেয়ার করুন-
ঢাকা বিশ্ববিদ্যালয় ও গ্রিনটেক ফাউন্ডেশন আয়োজিত ২৪তম জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলন এবং গ্রিন এক্সপো ২০২৪-এ যমুনা ব্যাংক বাংলাদেশের অন্যতম সেরা জলবায়ু ফোকাস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে। অনুষ্ঠানে যমুনা ব্যাংকের পক্ষ থেকে পুরস্করটি গ্রহণ করেন ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. প্রশান্ত সমির।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শক্তি ইনস্টিটিউটের উদ্যোগে পলিসি ফ্রেমওয়ার্কস ফর এনাব্লিং রিনিউয়েবল এনার্জি ইনভেস্টমেন্ট: এ গ্লোবাল অ্যান্ড রিজিওনাল পারস্পেক্টিভ শীর্ষক দুদিনব্যাপী ২৪তম জাতীয় রিনিউয়েবল এনার্জি সম্মেলন ও গ্রিন এক্সপো শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
শেয়ার করুন-
প্রকাশ : মে ২৫, ২০২৪ , ৯:৪৩ অপরাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।