সকল মেনু

বৃহস্পতিবার ৬ ব্যাংকের এজিএম

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ৬ ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার, ৩০ মে অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত লভ্যাংশ অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে ব্যাংকগুলো হচ্ছে-

ব্র্যাক ব্যাংক: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

সিটি ব্যাংক: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাসসহ মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

প্রাইম ব্যাংক: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

উত্তরা ব্যাংক: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ বোনাসসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

শাহজালাল ইসলামী ব্যাংক: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মার্কেন্টাইল ব্যাংক: ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top