সকল মেনু

স্পট মার্কেটে যাচ্ছে ফিনিক্স ও রূপালী ইন্স্যুরেন্স

ফিনিক্স ইন্স্যুরেন্স লিমিটেড ও রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার রবিবার ও সোমবার কেবল স্পট মার্কেটে লেনদেন হবে। এ সময়ে কোম্পানি দুটির ব্লক মার্কেটের লেনদেনও স্পট সেটলমেন্ট সাইকেলের মাধ্যমে নিষ্পত্তি করা হবে। ৪ জুন রেকর্ড ডেটসংক্রান্ত কারণে কোম্পানি দুটির লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইডেেএ তথ্য প্রকাশ করেছে।

ফিনিক্স ইন্স্যুরেন্স: ৩১ ডিসেম্বর, ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ২ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৭ টাকা ২৩ পয়সায়।

আগামী ২৪ জুলাই বেলা ৩টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

রূপালী ইন্স্যুরেন্স: সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা এবং আগের হিসাব বছরে যা ছিল ৯৭ পয়সা। গত ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২০ টাকা ৪৫ পয়সায়।

আগামী ৩১ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top