সকল মেনু

একীভূত হয়ে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের বেড়েছে মূলধন ও মুনাফা

পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেড মার্জ হওয়ার পরে আর্থিক অবস্থা প্রকাশ করেছে। কোম্পানিটি মাগুরা পেপার মিলস্ লিমিটেডের একীভূত হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানিটি জানিয়েছে, একীভূত হওয়ার আগে অর্থাৎ ২০২৩ সাল শেষে কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ১০ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার টাকা। একীভূত হওয়ার পর মার্চ প্রান্তিক শেষে পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের পরিশোধিত মূলধন বেড়ে হয়েছে ২৯ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৭৮০ টাকা।

কোম্পানির ৯ মাসে (জুলাই’২০২৩-মার্চ’২০২৪) সময়ে শেয়ারপ্রতি আয় বেড়ে হয়েছে ২ টাকা ২৬ পয়সা। এর আগের বছরের ইপিএস হয়েছিলো ১ টাকা ০৭ পয়সা।

আলোচ্য এই ৯ মাসে কোম্পানিটির আয় হয়েছে ৬৭ কোটি ৭৬ লাখ টাকা। এছাড়া নীট মুনাফা হয়েছে ৬ কোটি ৬৯ লাখ টাকা। আগের বছরের একই সময়ে আয় হয়েছিলো ৩৫ কোটি ৭৩ লাখ টাকা এবং নীট মুনাফা ছিলো ৩ কোটি ১৭ লাখ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top