সকল মেনু

রূপালী ইন্স্যুরেন্স দরপতনে বৃহস্পতিবার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে বৃহস্পতিবার, ৪ জুলাই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন রূপালী লাইফের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ দশমিক ৯৫ শতাংশ।

ডিএসই সূত্রে জানা গেছে, দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউ লাইন ক্লোথিংয়ের শেয়ারদর আগের দিনের তুলনায় ২ দশমিক ৮৯ শতাংশ কমেছে। আর ইউনিটদর ২ দশমিক ৫০ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড।

বৃহস্পতিবার দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিআইএফসি, পিপলস লিজিং, হাক্কানি পাল্প, ওয়াটা কেমিক্যালস, গ্লোবাল হেভি, উসমানিয়া গ্লাস এবং আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top