সকল মেনু

বিধ্বস্থ অর্থনীতির দেশে ম্যারিকোর চমক!

বহুজাতিক কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির ব্যবসায়িক ইতিহাসে (গ্রস প্রফিট) মুনাফা ও লভ্যাংশ ঘোষণায় বিনিয়োগকারীদের চমকে দিয়েছে। বছরজুড়েই দেশিয় কোম্পানিরগুলো মুনাফার খরায় ভুগছে। বিশেষত পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর আয়ে নেতিবাচক প্রভাব। সেই সময়ে ম্যারিকোর লভ্যাংশ ঘোষণায় চমক সৃষ্টি করেছে।

বহুজাতিক প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের অন্তর্বতীকালীন নগদ লভ্যাংশ ঘোষণায় বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির শেয়ারপ্রতি দর বেড়ে হয়েছে ২ হাজার ৩শ’ টাকা। প্রতিষ্ঠানটির শেয়ারের পরিমাণ মাত্র ৩ কোটি ১৫ লাখ। শেয়ারপ্রতি ১০০ টাকা হিসাবে কর্তৃপক্ষ মোট ৩১৫ কোটি টাকা লভ্যাংশ দিতে হবে। তবে তা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন হলেই বিনিয়োগকারীদেল বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে পাঠানো হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে গতকাল শনিবার দেখা যায়, কোম্পানির কর্তৃপক্ষ ৩১ জুলাই’২৪ অভিহিত মূল্যের ১০ টাকার প্রতি শেয়ারে লভ্যাংশ দেবে ১০০ টাকা। অর্থাৎ ১০০০ শতাংশ লভ্যাশ ঘোষণা করে।

বেসরকারি প্রতিষ্ঠান লংকাবাংলা ফিন্যান্সের ওয়েবসাইটে প্রকাশ, ২০২৩ সালে কোম্পানিটি ৭৩২ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৬৮০ টাকা (গ্রস প্রফিট) মুনাফা করেছে। ২০২২ সালে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৭০৭ কোটি ১৩ লাখ ৯২ হাজার ৩৩৬ টাকা। সে হিসাবে কোম্পানির শেয়ারপ্রতি আয় গত বছরের তুলনায় অনেক বেড়েছে।

করোনাকালেও কোম্পানির বার্ষিক আয় ছিল ৬৬৫ কোটি ৪২ রাখ টাকা। যা পরবর্তী সময়ে অর্থাৎ ২০২৩ সালের জুন পর্যন্ত ৭৩২ কোটি টাকার মুনাফা করে। তার মধ্যে ৩১৫ কোটি টাকা বিনিয়োগকারীদের বিতরণ করা হবে। ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানির রেকর্ড ডেট করা হয়েছে ২৫ আগস্ট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top