সকল মেনু

গ্রামীণফোনের লেনদেন বন্ধ মঙ্গলবার

গ্রামীণফোন লিমিটেড লভ্যাংশসংক্রান্ত রেকর্ড ডেটের কারণে মঙ্গলবার লেনদেন বন্ধ থাকবে। এর আগে রবি ও সোমবার কোম্পানিটির শেয়ার কেবল স্পট মার্কেটে লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে জানা গেছে, গ্রামীণফোনের পর্ষদ চলতি ২০২৪ হিসাব বছরে ১৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ অনুমোদন করেছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে মঙ্গলবার, ১৩ আগস্ট।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের আয় হয়েছে ৮ হাজার ১৫৫ কোটি ৯৭ লাখ টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ হাজার ৭৩৫ কোটি ৬০ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ হাজার ১৯৯ কোটি ৪৮ লাখ টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৯৭৩ কোটি ৪৮ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬ টাকা ২৯ পয়সা এবং যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ৬২ পয়সা।

দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আয় হয়েছে ৪ হাজার ২২৩ কোটি ২ লাখ টাকা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ হাজার কোটি ৮১ লাখ টাকা। কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৮৬১ কোটি ৪৪ লাখ টাকা এবং যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১ হাজার ১৯৩ কোটি ৮০ লাখ টাকা। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩৮ পয়সা এবং যা আগের হিসাব বছরের একই প্রান্তিকে ছিল ৮ টাকা ৮৪ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ১৮ পয়সা এবং আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৯ টাকা ৩৪ পয়সা।

২০০৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোনের অনুমোদিত মূলধন ৪ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪ হাজার ৫১০ কোটি ১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২।

ডিএসইতে রবিবার গ্রামীণফোনের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩৪৫ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ২২১ থেকে ৩৪৫ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top