সকল মেনু

অগ্রণী ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ইস্যু না করার সিদ্ধান্ত

পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড রাইট শেয়ার ইস্যু না করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়, অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত থেকে সরে আসছে অগ্রণী ইন্স্যুরেন্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে রোববার, ১৫ সেপ্টেম্বর জানা গেছে, এর আগে গত ৩১ মার্চ অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয়। কোম্পানিটি জানায়, ১:৫ অনুপাতে (বিদ্যমান পাঁচটি শেয়ারের বিপরীতে একটি) রাইট শেয়ার ইস্যু করবে, যার মূল্য ১০ টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top