সকল মেনু

ওয়ালটনের দুই উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তর

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির দুইজন উদ্যোক্তা পরিচালক পূর্ব ঘোষিত শেয়ার হস্তান্তর সম্পন্ন করেছেন। গত ১৯ সেপ্টেম্বর কোম্পানির এই দুই উদ্যোক্তা পরিচালক শেয়ার ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে হস্তান্তর করার ঘোষণা দেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক এস এম আশরাফুল আলম কোম্পানির মোট ১ কোটি ২১ লাখ ২০ হাজার শেয়ার হস্তান্তর করেছেন। এর মধ্যে তিনি তার ছেলে শাহরিয়ার আলম শুভ ও মেয়ে ফারিহাকে সমানভাবে ৬০ লাখ ৬০ হাজার করে শেয়ার উপহার হিসাবে প্রদান করেছেন।

এছাড়া, কোম্পানি আরেক উদ্যোক্তা পরিচালক এস এম নুরুল আলম রেজভী তার মেয়ে রিফাহ তাসনিয়া স্বর্ণাকে ৯০ লাখ শেয়ার উপহার হিসাবে প্রদান করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top