সকল মেনু

দুই বছরের নেই, এক বছরে কাট্টালী প্রতি শেয়ারে দেবে ২৫ পয়সা

কাট্টালী টেক্সটাইলস লিমিটেড তিন বছরের লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত তিন বছরের মধ্যে চলতি বছরের জন্য দশমিক ২৫ শতাংশ বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ প্রদান করবে, অন্য দুই বছরের লভ্যাংশ দেবে না। প্রতি শেয়ারে দেবে ২৫ পয়সা বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।

শুধুমাত্র জুন’ ২০২৪ বছরের জন্য মোট শেয়ারের বিপরীতে ২০ কোটি ২৬ লাখ ১১ হাজার টাকা প্রদান করবে কাট্টালী টেক্সটাইলস লিমিটেড কর্তৃপক্ষ। তবে ২০২২ ও ২৩ বছরের লভ্যাংশ না দেয়ার তথ্য প্রকাশ করেছে ডিএসই।

ইতোমধ্যে কোম্পানির ইপিএস কমেছে এবং রেকর্ড ডেট ও এজিএম তারিখ নির্ধারণ করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top