সকল মেনু

ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ব্যাংক হিসাব জব্দ

এস আলমের নিয়ন্ত্রণে থাকার সময় থেকে দায়িত্ব পালন করে আসা ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোকাম্মেল হক চৌধুরীর ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করা হয়েছে।

বুধবার, ৯ অক্টোবর সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে মোকাম্মেল ও তার স্ত্রী নাজনিন আকতারের ব্যাংক হিসাব স্থগিত করতে বলেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

চিঠি পাওয়ার পরবর্তী ৩০ দিন এই দুজন এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

হিসাব স্থগিত করে লেনদেন সংক্রান্ত তথ্য, ব্যাংক হিসাব খোলার ফরমের যাবতীয় তথ্য চাওয়া হয়েছে। এসব হিসাবে পাঁচ লাখ টাকার বেশি লেনদেনে যাবতীয় ডকুমেন্টস (ভাউচার) চেয়েছে বিএফআইইউ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top