সকল মেনু

টেকনো ড্রাগস যুক্ত হলো ডিএসইএক্স সূচকে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স হালনাগাদ করা হচ্ছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত টেকনো ড্রাগস লিমিটেডকে এতে নতুন করে যুক্ত করা হয়েছে। আগামী রবিবার, ২০ অক্টোবর থেকে সূচক গণনায় নতুন যুক্ত হওয়া কোম্পানিটিকে বিবেচনায় নেওয়া হবে।

ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইএক্স সূচকে নতুন কোম্পানি হিসেবে যুক্ত হয়েছে টেকনো ড্রাগস লিমিটেড। সমাপ্ত প্রান্তিক শেষে এ সূচক সমন্বয় করা হয়েছে। তবে ডিএসইএক্স সূচক থেকে এবার কোন কোম্পানি বাদ পড়েনি।

সাধারণত, প্রতি ৩ মাস পরপর ডিএসইএক্স সূচক এবং প্রতি ৬ মাস পর ডিএস-৩০ সূচক সমন্বয় করে থাকে ডিএসই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top