সকল মেনু

ইউসিবি ব্যাংকের মুনাফা ২৬২ কোটি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) প্রবল তারল্য সংকটে ভুগছে। আমানতকারীদের পুরো অর্থ দিতে না পারলেও অন্তর্বর্তী সরকারের আমলে শুদ্ধাচারের পথে মুনাফার মুখ দেখছে।

ব্যাংকটির চলতি বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) নিট মুনাফা ৩২ শতাংশ বেড়েছে। কর পরিশোধের পর ব্যাংকটির নিট মুনাফা হয়েছে ২৬২ কোটি টাকা। গত বছরের একই সময়ের যা ছিল ১৯৯ কোটি টাকা।

রাজধানীর গুলশানে ইউসিবির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ৫০১তম সভায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক বিবরণী অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও ইউসিবি চেয়ারম্যান শরীফ জহির।

সভায় পরিচালনা পর্ষদ বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে ব্যাংকের কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রবৃদ্ধি ধরে রাখার আহ্বান জানিয়ে উদ্ভাবনী ব্যাংকিং সমাধান প্রদান করেন। একইসঙ্গে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করেত ইউসিবির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

সভায় জানানো হয়, ইউসিবির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৩৩ পয়সা থেকে বেড়ে ১ টাকা ৭৫ পয়সা হয়েছে। শেয়ারপ্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ২৮ টাকা ৮ পয়সা থেকে বেড়ে ২৯ টাকা ৪৬ পয়সা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের মোট সম্পদের মূল্য ছিল ৭৪ হাজার ৭৭৫ কোটি টাকা। ইউসিবির আমানত ৬ শতাংশ বেড়ে ৫৪ হাজার ৪৩৯ কোটি টাকায় পৌঁছেছে এবং ঋণের পরিমাণ ১২ শতাংশ বেড়ে ৫৬ হাজার ৭৬১ কোটি টাকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top