সকল মেনু

টিসিবির চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আজাদ

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নতুন চেয়ারম্যান হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সাল আজাদ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে টিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগের কথা জানানো হয়েছে। প্রজ্ঞাপনে তাঁর চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করা হয়।

একই প্রজ্ঞাপনে টিসিবির চেয়ারম্যান পদে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবালকে সশস্ত্র বাহিনী বিভাগে বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

এদিকে টিসিবির একটি সূত্রে জানা গেছে, মোহাম্মদ ফয়সাল আজাদ বৃহস্পতিবার নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top