সকল মেনু

ব্লক মার্কেটে ৫ প্রতিষ্ঠানের বড় লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৩০ টি প্রতিষ্ঠান রবিবার, ২৩ ফেব্রুয়ারি লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৮ কোটি ২৩ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার।

ডিএসই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো হলো- যমুনা ব্যাংক, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিস, জিপিএইচ ইস্পাত, ওরিয়ন ইনফিউশন এবং এনআরবি ব্যাংক। রবিবার এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে প্রায় ৪ কোটি টাকা।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যমুনা ব্যাংক। এদিন কোম্পানিটির ১ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অ্যাডভান্সড কেমিকাল ইন্ডাস্ট্রিস ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৫৭ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে জিপিএইচ ইস্পাত।

লেনদেন অংশ নেয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ওরিয়ন ইনফিউশন ৫২ লাখ এবং এনআরবি ব্যাংক ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top