প্রকাশ : আগস্ট ২৮, ২০২৩ , ৪:১২ পূর্বাহ্ণ
শেয়ার করুন-
স্টাফ রিপোর্টার: শেয়ারবাজারে তালিকাভুক্ত মিডল্যান্ড ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অব্যবহৃত ৪৬ লাখ টাকায় সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে চায় কোম্পানিটি। সোমবার (২৮ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য প্রকাশ করেছে।
জানা গেছে, কোম্পানিটি আইপিও খাতের অব্যবহৃত ৪৬ লাখ ৭৩ হাজার ৯৭৬ টাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে মিডল্যান্ড ব্যাকের পরিচালনা পর্ষদ।
এছাড়াও পরিচালনা পর্ষদ ব্যাংকটির নাম ‘মিডল্যান্ড ব্যাংক লিমিটেড’ পরিবর্তন করে ‘মিডল্যান্ড ব্যাংক পিএলসি’ রাখারও সিদ্ধান্ত নিয়েছে।
এসব সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভার (ইজিএম) আহবান করেছে। আগামী ২৯ আগস্ট, বিকাল ৪টায়, ডিজিটাল প্লাটফর্মে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ সেপ্টেম্বর।
শেয়ার করুন-
প্রকাশ : আগস্ট ২৮, ২০২৩ , ৪:১২ পূর্বাহ্ণ
আমরা কুকি ব্যবহার করি যাতে অনলাইনে আপনার বিচরণ স্বচ্ছন্দ হয়। সবগুলো কুকি ব্যবহারের জন্য আপনি সম্মতি দিচ্ছেন কিনা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।