সকল মেনু

লিগ্যাসি ফুটওয়্যারের নতুন তিন কোটি শেয়ার ইস্যু

স্টাফ রিপোর্টার: লিগ্যাছি ফুটওয়্যার লিমিটেড নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনক্রমে ৩ কোটি শেয়ার ইস্যু করেছে। কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ইস্যু করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে কোম্পানিটি জানিয়েছে, কোম্পানিটির ৩ জন উদ্যোক্তা ও পরিচালক এবং অন্যান্য ১৪ জন শেয়ারহোল্ডাদের কাছে শেয়ারগুলো ইস্যু করা হয়েছে।

যারা ৩ কোটি শেয়ার কিনেছেন- এনএএসসিএফএস ইক্যুইটিজ ৮১ লাখ ৫০ হাজার, টিএস ইক্যুইটি অ্যান্ড ভেঞ্চার ২২ লাখ ৫০ হাজার, আহমেদ ফারাবি চৌধুরী ২০ লাখ, লামিম এন্টারপ্রাইজ ১৯ লাখ ২৪ হাজার,রিভারস্টোন ১৯ লাখ ২৪ হাজার, হায়াত ট্রেড ইন্টারন্যাশনাল ১৭ লাখ ৫০ হাজার, হাবিব এন্টারপ্রাইজ ১৭ লাখ ৫০ হাজার।

তালিকায় আরো আছে- এসএএম ইক্যুইটিজ ১৭ লাখ ২৫ হাজার, এনএসআরএ ইক্যুইটিজ ১৭ লাখ ২৫ হাজার, এমকে ফুটওয়্যার ১৭ লাখ ২৫ হাজার, শিরিন্তা শাবিন চৌধুরী ৯ লাখ ৫০ হাজার, কাজী রাফি আহমেদ ৮ লাখ ৯৯ হাজার ৪৬২টি, নিরোদ বড়ুয়া ৮ লাখ ৮০ হাজার, আমিনুল হক ৮ লাখ ৪০ হাজার, সী পার্ল ৫ লাখ ৫০ হাজার, কাজী আজিজ আহমেদ ৫ লাখ ৩৩ হাজারস ও কাজী নাফিজ আহমেদ ৪ লাখ ২৯ হাজার ৫৩৮টি শেয়ার।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top