সকল মেনু

দুই কোম্পানির সভা সোমবার

পুঁজিবাজারে তালিকাভূক্ত ভিন্ন ভিন্ন খাতের দুইটি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার, ১০ জুন অনুষ্ঠিত হবে। কোম্পানি দুইটি হচ্ছে- একমি পেস্টিসাইড লিমিটেড ও পিপলস ইন্স্যুরেন্স।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

একমি পেস্টিসাইড লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড সিস্টেমে দোয়ারামপুর, তারাকান্দা, ময়মনসিংহে (কোম্পানির নিবন্ধিত অফিস) ঠিকানায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২২ এপ্রিল, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ০.১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছে।

পিপলস ইন্স্যুরেন্স: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা সকাল সাড়ে ১১ টায় হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি এর আগে রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২৭ মে, ২০২৪।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়ার ঘোষণা দিয়েছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top