সকল মেনু

ডমিনেজ স্টিলের কারখানা বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনে গিয়ে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

নিয়মিতভাবে কোম্পানি সম্পর্কিত তথ্য প্রকাশ করছে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই এমন কারণে কোম্পানি পরিদর্শনে যায় ডিএসই। একই কারণে ডমিনেজ স্টিলের কারখানা পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল।

কিন্তু গত ১৭ সেপ্টেম্বর এবং আজ ১৯ সেপ্টেম্বর কোম্পানিটির আউকপাড়া, আশুলিয়া এবং নরসিংদীর পলাশ এলাকায় অবস্থিত ফ্যাক্টরি-১ এবং ফ্যাক্টরি-২ পরিদর্শনে গিয়ে কারখানাটি বন্ধ পাওয়া যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top