সকল মেনু

বিনিয়োগকারীদের বিও হিসাব চেয়ে হামিদ ফেব্রিক্সের নোটিশ, মূল্য সংবেদনশীল তথ্য

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেডের বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব চেয়েছে কোম্পানির কর্তৃপক্ষ। একইসঙ্গে মাহিন গ্রুপের কোম্পানির ওয়েবসাইটে ২০২০-২১ বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

গত সোমবার (১৩ ডিসেম্বর)এ সংক্রান্ত একটি মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করেছে কোম্পানির কর্তৃপক্ষ।

প্রকাশিত তথ্যে জানা গেছে, কোম্পানির রেকর্ড ডেট ছিল ২৮ নভেম্বর। তাই আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে হামিদ ফেব্রিকস লিমিটেডের নিবন্ধিত অফিসে বা ই-মেইলের মাধ্যমে সঠিক বিও হিসাব জমা দিতে বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন কোম্পানি সেক্রেটারি এএসএম মিজানুর রহমান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top