সিনিয়র রিপোর্টার : পুঁজিবাজারে আসছে শত কোটি টাকার গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড। মেয়াদী (Close-end) এ ফান্ডটির নাম ‘আইসিবি এএমসিএল গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ড’। এর উদ্যোক্তা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি এএমসিএল)।
সোমবার (১১ এপ্রিল) ফান্ডটির উদ্যোক্তা প্রতিষ্ঠান দুটি বিজিআইসির সাথে ট্রাস্ট চুক্তি করেছে। রাজধানীর রাজউক এভিনিউর বিডিবিএল ভবনে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর করা হয়।
সম্প্রতি সিএমএসএফ ফান্ডের ট্রাস্ট ডিড এবং বিনিয়োগ ব্যবস্থাপনা চুক্তির বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেয়েছে।
আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডে স্পন্সর হল ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে আছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এছাড়া ফার্টির কাষ্টোর্ডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিকে নিয়োগ দেয়া হয়েছে।
সিএমএসএফের চিফ অব অপারেশন মো. মনোয়ার হোসেন এবং আইসিবি এএমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এ টি এম আহমেদুর রহমানের তত্তাবধানে ট্রাস্ট স্বাক্ষর অনুষ্ঠান পরিচালিত হয়েছে।
ফান্ডের আকার একশত কোটি টাকা, যার ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। সিএমএসএফ স্পন্সর হিসেবে ৫০ কোটি টাকা বিনিয়োগ করবে, যা মোট বিনিয়োগের ৫০ শতাংশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।