সিনিয়র রিপোর্টার : চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিক্রি বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের। আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ প্রান্তিকে বহুজাতিক কোম্পানিটির বিক্রি বেড়েছে প্রায় ১৬ শতাংশ। বিক্রির পাশাপাশি এ সময়ে কোম্পানিটির উৎপাদন খরচও বেড়েছে সমান হারে।
যে কারণে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফায় বিক্রির তুলনায় সেভাবে প্রবৃদ্ধি হয়নি। এ সময়ে সিরামিক খাতের কোম্পানিটির নিট মুনাফা আগের হিসাব বছরের তুলনায় ১৩ শতাংশের মতো বেড়েছে। কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আরএকে সিরামিকসের সমন্বিত বিক্রি হয়েছে ২০০ কোটি ৬৫ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে বিক্রি ছিল ১৭৩ কোটি ৩৭ লাখ টাকার। এক বছরের ব্যবধানে কোম্পানিটির বিক্রি বেড়েছে ২৭ কোটি ২৮ লাখ টাকা বা ১৫ দশমিক ৭৪ শতাংশ। এ সময়ে কোম্পানিটির উৎপাদন খরচ হয়েছে ১৪০ কোটি ৫৪ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে উৎপাদন খরচ ছিল ১২১ কোটি ৫৪ লাখ টাকা। সেই হিসাবে কোম্পানিটির উৎপাদন খরচ বেড়েছে প্রায় ১৯ কোটি টাকা বা ১৫ দশমিক ৬৩ শতাংশ।
অন্যদিকে প্রথম প্রান্তিকে কোম্পানিটির আরএকে সিরামিকসের কর-পরবর্তী সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৪ কোটি ৩১ লাখ টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে নিট মুনাফা ছিল ২১ কোটি ৫০ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২ কোটি ৮০ লাখ টাকার মতো বা ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫০ পয়সা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ সমাপ্ত হিসাব বছরে ভালো ব্যবসা করে আরএকে সিরামিকস (বাংলাদেশ)। সমাপ্ত হিসাব হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত বিক্রি বৃদ্ধি পায় ১৫৬ কোটি ২২ লাখ টাকা বা ২৯ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী সমন্বিত নিট বাড়ে প্রায় ৬০ কোটি টাকা বা ১৯১ শতাংশ।