সকল মেনু

আয় বাড়লেও মুনাফা কমেছে সামিট পাওয়ারের

স্টাফ রিপোর্টার : চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সামিট পাওয়ার লিমিটেডের আয় বাড়লেও মুনাফা কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। আলোচ্য সময়ে কোম্পানিটির বিক্রি বাবদ খরচ ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় মুনাফা হ্রাস পেয়েছে। বুধবার প্রকাশিত কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির মোট রাজস্ব আয় হয়েছে ৩ হাজার ৩২০ কোটি ২৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির আয় ছিল ৩ হাজার ৩৯ কোটি ৫০ লাখ টাকা। এ হিসাবে আলোচ্য সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ২৮০ কোটি ৭২ লাখ টাকা বা ৯ দশমিক ২৪ শতাংশ।

আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫০২ কোটি ৫৮ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৬৫ কোটি ২২ লাখ টাকা। এ হিসাবে নয় মাসে প্রতিষ্ঠানটির নিট মুনাফা কমেছে ১৬২ কোটি ৬৪ লাখ বা ২৪ দশমিক ৪৫ শতাংশ। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ১৭ পয়সা।

অন্যদিকে তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) সামিট পাওয়ারের রাজস্ব আয় হয়েছে ১ হাজার ২৯১ কোটি ৭৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ১২ কোটি ১৬ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৫৪ কোটি ১১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২১৭ কোটি ৬৭ লাখ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৩ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৬ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯২ পয়সায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top